• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯

দুর্ঘটনা

সিংগাইরে প্রেমিকাকে বিবাহ করতে না পেরে যুবকের আত্মহত্যা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ আগস্ট ২০২৩

সাইফুল ইসলাম  সিংগাইর মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে  প্রেমিকাকে বিয়ে করার  প্রস্তাবে    পরিবারের লোকজন  সম্মতি  না হওয়ায়   মায়ের সঙ্গে অভিমান করে ইমরান হোসেন (২২) নামে এক যুবক গলায় রশি দিয়ে  আত্মহত্যা করেছেন। ১৯ আগস্ট ( শনিবার) দুপুরে  উপজেলার তালেবপুর  ইউনিয়নের ইসলামনগর  মধ্যপাড়া  এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ইমরান  পাশ্ববর্তী ধামরাই উপজেলার  রোয়াইল  ইউনিয়নের আঃ মালেকের পুত্র।

মৃত ইমরান হোসেন  পিতা অন্যত্র বিবাহ করে  ধাম রাই উপজেলার  রোয়াইল এলাকায়  বসবাস করতেন ।   এর পর হতে ১৫ বছর ধরে মা বড় বোনের সঙ্গে  নানা বাড়ীতে থাকতেন তিনি ।  

পারিবারিক সূত্রে জানাযায়,   ইমরান হোসনের একই এলাকার এক যুবতীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ইমরান তার পরিবারিকভাবে ঐ যুবতী কে  বিয়ে করার বিষয়টি  জানালে   তার অভিভাবকরা  এতে আপত্তি করেন। গত  শুক্রবার ইমরান হোসেনের মা ও নানী  ধল্লা ইউনিয়নের খাসেরচর গ্রামে বেড়াতে যান। এসময়  ইমরান হোসেন   ফাকা বাড়ীতে বেলা ১১ টার দিকে চৌচালা টিনের ঘরের  নিজ শয়ন কক্ষের আড়ার সাথে গলায় রশি দিয়ে  আত্মহত্যা করেন ।

ইমরান হোসেনের নানা মো. ইমান বেপারী বলেন -  দুপুর  ১২ টার দিকে তার  ছেলে বউ ইমরান হোসেনকে  খাওয়ার জন্য ডাকতে  যান। এসময়  ইমরান হোসেনকে   ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত  অবস্থায়  দেখতে পান । ছেলের বউয়ের  আত্মচিৎকারে   ইমান বেপাড়ীসহ প্রতিবেশীরা   এগিয়ে আসেন ।  স্থানীয়  ইউপি  চেয়ারম্যান মো. রমজান আলী এসে  থানা পুলিশকে সংবাদ  দিলে পুলিশ এসে লাশটি উদ্বার  করে   ময়নাতদন্তের  জন্য মানিকগঞ্জ মর্গে পাঠিয়ে দেন। এ  ব্যাপারে সিংগাইর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে  । মৃত ইমরান হোসনের বাড়ীতে  চলছে কান্নার  আহাজারি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads